কাজিপুরের মনসুর নগর থানা আওয়ামীলীগের বর্ধিত সভাঅনুষ্ঠিত
সিরাজগঞ্জ ঃ আজিজুর রহমান মুন্না
সিরাজগঞ্জ জেলার কাজিপুরের নব গঠিত মনসুর নগর থানা আওয়ামীলীগের আয়োজনে সিরাজগঞ্জ-১(কাজিপুর) আসনের পাঁচটি ইউনিয়নের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২ অক্টোবর’১৮) সকালে বাগবাটী হাই স্কুল মাঠে মনসুর নগর আওয়ামীলীগের আহবায়ক কেন্দ্রীয় কুষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়। প্রধান অতিথি বলেন, কোন চক্রান্ত ষড়যন্ত্র করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অধিনেই নির্বাচন হবে। এর কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে পরাজিত করতে পারবেনা বলেই বিএনপি দেশী বিদেশী চক্রান্তের পথে পা দিয়েছে। তাদের এই চক্রান্ত সফল হবে না। এ দেশের জনগণ শান্তি ও উন্নয়নের পক্ষে থাকবে। যে কোন অশুভ শক্তির চক্রান্ত নস্যাত করে দেবে। বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মনসুর থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান দুদু, জেলা পরিষদ সদস্য গোলাম রব্বানী, মোঃ বজব আলী, ছোনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউ’পি চেয়ারম্যান শহিদুল আলম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, রতনকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোক্তাদির হোসেন বকুল, মেছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ মাস্টার, বাগবাটী ইউনিয়ন যুবলীগ সভাপতি মনজুর মোর্শেদ সজল, সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী ও রায়েল তালুদার। সিরাজগঞ্জ-১(কাজিপুর) আসনের সদর রতনকান্দি, ছোনগাছা, বাগবাটী, মেছড়া ও বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় ৫ টি ইউনিয়নের ছাত্রলীগ,যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।