কাজিপুরের মনসুরনগর ইউনিয়নে অভায়শ্রমে চলছে মা মাছ নিধন
কাজিপুর প্রতিনিধিঃ
কাজিপুরের মনসুর নগর ইউনিয়নের অভায়শ্রমে স্থানীয় মৎস্যজীবিরা সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে মা মাছ ধরছে। অথচ উপজেলা মৎস্য অফিস বিষয়টির কোন খোঁজই রাখেনি। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় অভয়াশ্রমের পাশে নৌকাতে মাছ ধরার সাফা জাল বাধা। সেখানকার স্থানীয় এক কৃষক আব্দুর রশিদ জানান, গতকালও ওরা ( স্হানীয় জেলেরা) এহান থেইকা মাছ ধরছে।’ উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, প্রায় ১৭ একর জমির এই জলাশয়ের ৫০ শতাংশ অভয়াশ্রম হিসাবে ঘোষণা করা হয়েছে। মনসুর নগর ইউনিয়ন মস্যজীবী সমিতির সভাপতি জামান সেখ জানান, ‘দুইদিন আগেও সাড়ে তিনমন মাছ ধরা হয়েছে।’ এসময় মা মাছ শিকার নিষেধ শিকার করে তিনি নিজের ভুল স্বীকার করেন। স্থানীয় ইউপি আব্দুর রাজ্জাক রাজমহর জানান, ‘ এই জলাশয়ের সরকারি কোন ভিত্তি নাই।’ তবে কেন এর বিপরীতে জেলেদের জন্যে সরকারি চাল বরাদ্দ নেয়া হলো এমন প্রশ্নের তিনি কোন উত্তর দিতে পারেননি। কাজীপুর উপজেলা মস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ‘ এসময়ে মা মাছ ধরা নিষেধ। তবে ওখানকার মাছ ধরার বিষয়ে কোন অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’