কাজিপুরের ব্যবসায়ীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
কাজিপুর চরাঞ্চলের মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়িতে দোকান ঘরে হামলা চালিয়ে বাবুল নামের এক ব্যবসায়িকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ একই গ্রামের বাসিন্দা মৃত শুমার ভূইয়ার পুত্র ময়নাল গংদের বিরুদ্ধে। এ ঘটনায় আহতের বড় ভাই মিন্টু মিয়া বাদি হয়ে মোকাম আমলী আদালত, সিরাজগঞ্জে ১২’জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৪/৫’জনের নাম করে গত ২৮’মার্চ একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবার ও মামলা সূত্রে জানা যায়, গত ২৫’মার্চ শনিবার সকালে বিবাদী সোলেমান ভূইয়ার ছাগল বাবুল মিয়ার ভুট্টা ক্ষেতে গেলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় বাবলু মিয়াকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায় সোলেমান ভূইয়া। সোলেমান ভূইয়া কথা-কাটাকাটির বিষয়টি একই গ্রামের বাসিন্দা মৃত শুমার ভঁইয়ার পুত্র ময়নাল ভূঁইয়াকে জানায়। বিষয়টি জানতে পেরে ওই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭’টার দিকে ময়নাল ভূঁইয়ার নেতৃত্বে প্রায় ১৭/১৮’জনের একটি সংঘবদ্ধ দল লোহার রড ও বাঁশের লাঠিসোডা নিয়ে বাবুলের মুদি দোকানে গিয়ে বাবুলকে মারধর করে। পরবর্তীতে দোকানের ভিতরে আটকে রেখে ওই দোকানে বিক্রির উদ্দেশ্য রাখা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে বাহির থেকে দোকানের দরজা বন্ধ করে দেয়। এসময় বাবুল’র চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এসে দোকানের ভিতর আটকে থাকা বাবুল মিয়াকে দগ্ধবস্থায় উদ্ধার করে তাৎক্ষনিকভাবে পাশ্ববর্তী জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ আগুনে ঝলসে যাওয়ায় উন্নতর চিকিৎসার জন্য বাবুল ময়মনসিংহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বাবুল মিয়ার স্ত্রী রোজিনা খাতুন ও প্রতিপক্ষের হামলার শিকার হয়ে গুরুতর আহতবস্থায় সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এছাড়াও এ ঘটনায় বাবুলের দোকানের প্রায় ১২’লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত ময়নুল বিষয়টি অস্বীকার করে জানান, মোমবাতির আগুন থেকে দোকানে আগুন লেগেছে। প্রতিপক্ষ এ ঘটনায় আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে।