কাজিপুরের নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগ সভাপতির ত্রাণ বিতরণ
মোহাম্মদ আশরাফুল, কাজিপুর, (সিরাজগঞ্জ):
মানুষ মানুষের জন্য। ভয়াবহ করোনা ভাইরাসের আগ্রাসি বিপদের মধ্যেও এ বিষয়টিকে সামনে রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম সরকার। মঙ্গলবার বিকেলে নাটুয়ারপাড়ার ৪০ টি দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল এবং ১ লিটার সয়াবিন তেলের প্যাকেট প্রদান করেন।
এ সময় আব্দুর রহিম সরকার জানান, “সাবেক স্বাস্থ্য মন্ত্রি মোহাম্মদ নাসিম এবং সাবেক সাংসদ জনাব প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নির্দেশনায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি এবং তাঁদের নির্দেশনা অনুযায়ি যতদিন সম্ভব মানুষের পাশে থাকব।”