কাজিপুর

কাজিপুরের চরাঞ্চলে গরীব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন -ভয়েস অব কাজিপুর

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়েছে উত্তরজনপদের চর এলাকার গ্রাম-গন্জে হাট-বাজারে ও পথে-ঘাটে, মাঠে শীতে কাতরাচ্ছেন গরীব ও অসহায় মানুষ গুলো । বিশেষ করে যমুনাতীর দূর্গম চরাঞ্চলের হাড় কাঁপানো শীতে রয়েছেন বেশ কিছু গরীব ও অসহায় শীতার্থ মানুষগুলো। আর এদের অনেকেরই পাশে দাঁড়িয়েছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন “ভয়েস অব কাজিপুর”। বৃহস্পতিবার দুপুরে এই সংগঠনের পক্ষ থেকে কাজিপুরের দূর্গম চরাঞ্চলের গরীব অসহায় প্রায় ৫’শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চরের নাটুয়ারপাড়া, চরগিরিশ ও টক্কার মোড়ে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ আশকার পাইন, মাইজবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সংগঠনের উপদেষ্টা তালুকদার জাহাঙ্গীর আলম, আলহাজ্ব হেলাল উদ্দিন, সদস্য আব্দুর রউফ পরাণ সরকার. সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, আশা সরকার প্রমূখ।