সারাদেশ

কাউন্সিলরের বিরুদ্ধে মাদক ব্যাবসায়ী আখ্য দিয়ে প্রতিবন্ধীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টারঃ

জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেন ফকির এর বিরুদ্ধে শাররীক প্রতিবন্ধী মাদক সেবনকারীর নিকট থেকে মাসোহারা আদায় সহ নানা অভিযোগ তুলেছেন স্থানীয় ও ভুক্তভোগীরা।

ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পেরীআটা গ্রামের আব্দুল সালাম এর ছেলে শাররীক প্রতিবন্ধী ফকির আলী একজন মাদক সেবনকারী। মাদক সেবন না করলে সে অসুস্থ হয়ে পড়ে। তাই তার স্ত্রী রাশেদা বেগম মাঝে মধ্যে গাজা’র পুরা কিনে এন দেন। ফকির আলী মাদক সেবন করায় কাউন্সিলর মোশারফ হোসেন ফকির তাকে মাদক ব্যাবসায়ী অখ্যায়িত করে প্রতি সম্পাহে ২ হাজার টাকা করে চাদা দাবী করে।

দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে নানা ভয়-ভীতি দেখানো সহ ফকিরের বাড়ীর দিকে নিয়মিত পায়চারী করতে থাকে এবং টাকা দাবী করে। এরই ধারাবাহিকতায় গত ১৬ এপ্রিল আনুমানিক রাত ১০টার দিকে ফকির আলীর পিতা লক ডাউনের কারনে ঢাকা থেকে বাড়ীতে আসতে না পারায় তার জন্য ২ হাজার টাকা মোবাইলে বিকাশে পাঠানোর জন্য নিজ বাড়ী থেকে রওনা দেন ফকির ও সাথে হাফিজুর রহমানকে নিয়ে।

পথিমধ্যে তালতলা জোয়াদ খানের মোড়ে আসলে সরিষাবাড়ী পৌর সভার বাউসী চন্দনপুর গ্রামের মুনছের আলী ফকিরের ছেলে পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সাবেক বিএনপি’র নেতা মোশারফ হোসেন ফকির ও তার সাথে থাকা মুখলেছুর রহমান ফকির দু জনে মিলে ফকির আলীর কাছে থাকা ২ হাজার টাকা চাপ প্রয়োগ করে জোরামুলে নিয়ে যায়।এ সময় ফকির আলী বিষয়টি লোকজনকে জানাবে বললে পৌর কাউন্সিলর মোশারফ হোসেন শাষায় যে তোরে মাদক ব্যাবসায়ী হিসেবে পুলিশের কাছে ধরিয়ে দেয়া সহ বসত বাড়ী থেকে উচ্ছেদ করার হুমকি প্রদান সহ প্রতি সম্পাহে ২ হাজার টাকা করে বাধ্যতামুলকভাবে প্রদান করতে হবে বলে চাপ প্রযোগ করে।

এ বিষয়টি ফকিরের পরিবার ও প্রতিবেশীদের মাঝে ছডিয়ে পড়লে চাপা ক্ষোভ বিরাজ করে।পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেন সাবেক পৌর ছাত্রদলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পৌর সভা নির্বাচনে আওয়ামী লীগের কিছু নেতাদের ম্যানেজ করে পৌর নির্বাচনে জয়লাভের কাজ বাগিয়ে নেন। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার মাদক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করে বলে ভুক্তভোগীরা জানান। এ নিয়ে আওয়ামী লীগের একাংশের ও বিএনপি’র দু দলের নেতা-কর্মীদের মাঝে নানা সমালোচনার বইছে।

এ ব্যাপারে ভুক্তভোগী ফকির আলী’র স্ত্রী রাশেদা বেগম জানান,আমার স্বামী মাঝে মধ্যে গাজা সেবন করে কিন্তু সে বিক্রি না করলেও আমার স্বামীকে মিথ্যা মাদক বিক্রেতা অপবাদ দিয়ে প্রতি সপ্তাহে ২ হাজার টাকা করে চাঁদা দাবী করে। ওই দাবী করা ২ হাজার টাকা আদায় করে নেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেন।

এ বিষয়টি ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল কে অবগত করা হয়েছে। আমাদের উপর জুলুম ও নানা ভয়ভীতি প্রর্দশন করছে। আমরা এর বিচার চাই।

এ ব্যাপারে পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোশারফ হোসেন ফকির জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন আমার উপর ষড়যন্ত্র করছে একটি পক্ষ। এ বিষয়ে সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন বলেন বিষয়টি দেখছি।