কষ্টের ছুটি
গিয়েছিলাম তোমার কাছে মেঘের পালকী চড়ে,
অঝোর ধারায় ঝরেছি আমি শ্রাবণের বারি হয়ে,
দাওনি তুমি হৃদয় দ্বারের একটি কপাটও খুলে।
খুলেছিলে দ্বার গগণ পানে,
ভেবেছিলে বুঝি যাবো না সেখানে ?
আমি যে অধম!
গগনেও তাই চেয়েছি নিতে ঠাই ,
আত্ম আড়াল করেছিলে সেদিন
পাইনি খুঁজে তাই।
ফিরেছ আজ!
মেঘলা আকাশ থমথমে চারিদিক …
আউলা হাওয়ায় ভেঙেছে কুঁড়েঘর,
হয়েছো তুমি খানিকটা পর।
হাজারো শঙ্কা আর অনুতাপে তুমি
আজ করেছো হৃদয় ভার।
দুঃখের তটিনী…
তবুও দুর্বার গতিতে দুঃখকে দিয়েছি ছুটি,
সুখের দ্বারে আমি দিয়েছি হানা,
তাইতো সুখের সাথেই আজ বেঁধেছি জুটি।
সব ভুলে তাই…
তোমাকেও আজ নিতে হবে যে ছুটি !!
লেখা :শামীমা সুলতানা মুক্তিযোদ্ধার কন্ঠ পাঠক আড্ডা