সিরাজগঞ্জ

করোনা পরিস্থিতি ও মহান মে দিবস উপলক্ষ্যে- সিরাজগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

করোনা পরিস্থিতে ও মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে- সিরাজগঞ্জে গরীব, দুঃস্থ, অসহায় ও শ্রমজীবী ৫০০ জন মানুষের মাঝে ইফতার বিতরণ করলো সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ। করোনা পরিস্থিতিতে ও মহান আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সিরাজগঞ্জের পরিবহন শ্রমিকসহ নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি পেশার ৫০০ কর্মহীন ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার দিয়েছে জেলা যুবলীগ।

শনিবার (১ মে) বিকেলে সিরাজগঞ্জ শহরের এস এস রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে যুবলীগের আয়োজনে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুুক্তিযোদ্ধা, আলহাজ্ব কে, এম হোসেন আলী হাসান।

সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ একরামুল হকের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট বিমল কুমার দাস, উপ-দপ্তর সম্পাদক আহসান হাবিব এহসান প্রমুখ।