করোনা পরিস্থিতিতে ডাঃ মুরাদ হাসান এমপি যা বললেন
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি :
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি বললেন , প্রিয় ভাই ও বোনেরা আমার, দেশ ও জাতির এই দুর্যোগে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে প্রার্থনা করছি, আপনারা সরকারি নির্দেশনা, স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন এবং প্রত্যেকে নিজ নিজ বাড়িতে থাকুন, অত্যাবশকীয়/জরুরী/জীবন বাঁচানোর তাগিদে ব্যতীত নিজ বাড়ি থেকে কেউ দয়া করে বাইরে যাবেন না।প্রত্যেকেই সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন।নিজে বাঁচুন, অপরকে বাঁচতে দিন।করোনাভাইরাসে ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন হোন। কোন লক্ষ্মণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবিলা করি এবং কোন রকম গুজবে কান না দেই।আমরা সবাই টেলিভিশনের পর্দায় চোখ রাখি ও করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের প্রেস ব্রিফিং দেখি, সঠিক তথ্য ও পরামর্শ মেনে চলি।বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্য বিধি প্রত্যেকেই মেনে চলি। আর আমরা সকলেই এই দুর্যোগকালীন সময়ে যার যার সামর্থ অনুযায়ী দরিদ্র জনগোষ্ঠী ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াই।নাই নাই ভয়, সচেতনতায় জয়।জয় আমাদের হবেই,বাঙালিদের কেউ দাবায়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোন(আমিন) জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিন।