“করোনা নিয়ে আতঙ্কিত নয়, সচেতন থাকুন” শ্লোগান সম্বলিত শিক্ষাথীদের মাঝে লিফলেট বিতরন
তৌকির আহাম্মেদ হাসু ,সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত জে এফ সি ্ধসঢ়;এল
শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্দ্যেগে ৬’শতাধিক .শিক্ষার্থীদের
মাঝে “করোনা নিয়ে আতঙ্কিত নয়,সচেতন থাকুন”প্রধানমন্ত্রী
শেখ হাসিনা’র শ্লোগান সম্বলিত জন সচেতনতামূলক লিফলেট
বিতরন করেছেন তারাকান্দি যমুনা সার কারখানার সিবিএ
নেতারা।গতকাল শনিবার জেএফসিএল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষাথীদের
মাঝে এ লিফলেট বিতরন করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন জেএফসিএল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর
রহমান,জে এফ সি ্ধসঢ়;এল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি
আব্দুস সালাম,সাধারন সম্পাদক শফিকুর রহমান,সাংগঠনিক
সম্পাদক আতিয়ার রহমান সজল,সাহিত্য ও সাংংস্কুতিক সম্পাদক
তোফাজ্জল হোসেন প্রমুখ।