সিরাজগঞ্জ

করোনায় আক্রান্ত সিরাজগঞ্জের ৩ এমপি

সিরাজগ’ঞ্জের তিন সংসদ সদস্য (এমপি) করোনায় আক্রা’ন্ত হয়েছেন। এছাড়াও একজন উপজেলা চেয়ার’ম্যান ও উপজেলা নির্বাহী কর্মক’র্তা (ইউএনও) ও জেলা যুবলীগে’র সভাপতিও আক্রা’ন্ত হয়ে’ছেন। আক্রা’ন্তদের ম’ধ্যে সবাই দুই ডোজ টিকা নি’য়েছেন বলে জা’না গেছে।

আক্রান্তরা হলেন’ সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদ’স্য তানভী’র শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ’ধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরা’জগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যা’পক ডা. আব্দুল আজিজ, কাজিপুর উপজে’লা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পা’দক খলিলুর রহমান সিরাজী, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কনা মণ্ড’ল এবং জেলা যুবলীগে’র সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল।