করোনায় শিক্ষার্থীদের ১০ হাজার টাকার অনুদানের গুজব আবেদন করতে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনার কারণে শিক্ষার্থীদের ১০ হাজার টাকা সরকারি অনুদান দেওয়ার ‘গুজব’ ছড়িয়ে পড়েছে। রবিবার খোন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র ঘোষ এর সঙ্গে কথা বলে জানা যায়, এটি করোনা প্রণোদনা বা স্টুডেন্ট ভাতা নয়। গত এক মাস আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষ অনুদানের জন্য আবেদন চাওয়া হয়েছিলো ।
এ ছাড়াও সংস্কার, আসবাবপত্র, খেলার সামগ্রী এবং পাঠাগার উন্নয়নের জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করতে পারবে। রবিবার ওই আবেদনের শেষ সময় ছিলো । একটি কুচক্রী মহল ওই গুজাব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানি করছে ।
অন্যদিকে গুজবের কারণে গত দুইদিন থেকে গভীর রাত পর্যন্ত শহর ও গ্রামের সকল ফটোকপি ও অনলাইন সার্ভিসের দোকানগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে, ওয়েবসাইটে (সার্ভার) ঢোকা যাচ্ছিল না। কম্পিউটার ও অনলাইন সার্ভিসের দোকানগুলো শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ফরম পূরণের জন্য ১০০ টাকা আদায় করার অভিযোগ উঠেছে। ফরম পূরণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রত্যয়ন নিতে স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতেও শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা গেছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলেন, সব শিক্ষার্থী এই অনুদানের আওতায় আসবে না । সরকারি চিঠিতে বলা হয়েছে- দুস্থ, প্রতিবন্ধী, গরিব ও অনগ্রসর ছাত্র-ছাত্রীরা অগ্রাধিকার পাবেন । দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার শিকার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। চিঠিতে সব শিক্ষার্থীর আবেদনের সুযোগ নেই। কিন্তু গুজবের কারণে সবাই প্রত্যয়নের জন্য ভিড় করছে।
শিক্ষার্থী আয়ুব আলী জানান, করোনায় শিক্ষার্থী ভাতা হিসেবে ১০ হাজার টাকা প্রদান করার বিষয়ে শুনে বিদ্যালয়ে এসেছেন । প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রত্যয়ন নিয়ে অনলাইনে আবেদন করতে গিয়ে সার্ভারে ঢোকা যাচ্ছে না ।
