করতোয়া নদীতে নিখোঁজ হওয়ার দু’দিন পর দেড় কিলো ভাটি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে গোসল করতে নেমে বেলা ওরফে মরিয়ম খাতুন(৬৫) নামের এক বৃদ্ধা নিখোঁজ হওয়ার দু’দিন পর দেড় কিলোমিটার ভাটি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করেছে স্বজনেরা । দু’দিনে দু’ ধাপে ১২ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে বেলা ওরফে মরিয়ম খাতুন কে খুজে পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল ।
শেষে শুক্রবার বেলা ১ টার দিকে উদ্ধার কাজ স্থকিত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল । শুক্রবার রাতে ঘটনার স্থান থেকে দেড় কিলোমিটার ভাটিতে করতোয়া নদীর উল্লাপাড়া উপজেলার সোনতলা সড়ক সেতুর নীচে বেলার লাশ ভেসে উঠে ।
স্থানিয়রা দেখে তার স্বজনদের খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায় এবং রাতেই তার নিজ গ্রামের কবর স্থানে দাফন কাজ সম্পন্ন করা হয় । বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার নতুন নেওয়ারগাছা গ্রামের করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় বেলা । সে নতুন নেওয়ারগাছা গ্রামের মৃত আকছেদ আলীর স্ত্রী ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ