কমিউনিটি ক্লিনিক চলে কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার সালমা জাহানের ইচ্ছেমতো-সিরাজগঞ্জ শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়ায় !
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া কমিউনিটি ক্লিনিক চলে কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার সালমা জাহান এর ইচ্ছেমত। এলাকাবাসীর অভিযোগ সুত্রে জানা যায়, সালমা জাহান দীর্ঘদিন যাবত টাংগাইল জেলার ভুয়াপুর থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া কমিউনিটি ক্লিনিক নিজ ইচ্ছাধীন পরিচালনা করছেন।এতে করে ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে আসা দরিদ্র রুগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা সেবার মান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। শনিবার সকাল সাড়ে ১১ টায় সরেজমিনে, ক্লিনিকে গেলে ক্লিনিকটি তালা বন্ধ দেখা যায়। নিয়ম অনুযায়ী সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত, সপ্তাহের ৬ দিন, একজন কমিউনিটি হেল্থ প্রোভাডার (সিএইচসিপি),একজন পরিবার কল্যাণ সহকারী (এফডাব্লিউএ),একজন স্বাস্থ্য সহকারী (এইচএ) নিয়মিত ভাবে জনসাধারনের স্বাস্থ্য সেবা দেওয়ার কথা থাকলেও শনিবার কোন কর্মকর্তাকে ক্লিনিকে উপস্থিত পাওয়া যায়নি। এ বিষয়ে স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ ইউনুছ মোবাইল ফোনে এ প্রতিবেদক কে বলেন, ক্লিনিক সচল আছে সকলেই ক্লিনিকে উপস্থিত রয়েছেন বলে আমি জানি। প্রতিবেদক পাল্টা প্রশ্ন করে বলেন, আমি ক্লিনিকের সামনে থেকেই বলছি,ক্লিনিক তালা বন্ধ। তখন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ ইউনুছ বলেন হয়তো আশেপাশেই আছে কিছুক্ষনের মধ্যেই কমিউনিটি হেল্থ প্রোভাডার (সিএইচসিপি) সালমা জাহান আপনারে সামনে আসবেন। কমিউনিটি হেল্থ প্রোভাডার (সিএইচসিপি) সালমা জাহান মোবাইল ফোনে বলেন আমি টাঙ্গাইলের ভুয়াপুর থাকি,আমার আসতে একটু লেট হয়েছে,আমি আসছি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইফতেখার আহমেদ তাসলিম বলেন, একটি জরুরী রিপোর্ট দেওয়ার জন্যে সালমা জাহান অফিসের বাইরে আছেন। অথচ অফিসের নিয়ম অনুযায়ী ক্লিনিকের সকল রিপোর্ট অনলাইনে দেওয়ার কথা। ক্লিনিক বন্ধ করে শনিবারে কমিউনিটি হেল্থ প্রোভাডার (সিএইচসিপি) সালমা জাহান কোথায় কোন অফিসে কি রিপোর্ট দিচ্ছেন জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইফতেখার আহমেদ তাসলিম বলেন এতো প্রশ্ন করেন কেন মানুষের বিপদ আপদ থাকতে পারে না? উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মত একজন দায়িত্বশীল ব্যক্তি যদি অফিস ফাঁকি দেওয়া অধিনস্ত কর্মচারীর পক্ষে এহেন সাফাই করেন তবে ঐ কর্মকর্তার দায়িত্ব কর্তব্য ও সরকারের উদ্দেশ্য এবং গ্রাম পর্যায়ের স্বাস্থ্য সেবার মান নিয়ে প্রশ্নই থেকে যাবে বলে মনে করেন সুধিমহল