কনস্টেবল পদে অর্থ লেনদেন না করতে মাইকিং-সিরাজগঞ্জে
রায়গঞ্জ সিরাজগঞ্জের উপজেলায় পুলিশের কনস্টেবল পদে চাকরির নিয়োগ পরীক্ষার জন্য কারও সঙ্গে অর্থ লেনদেন না করতে চাকরিপ্রার্থী ও অভিভাবকদের মাইকিং করে সতর্ক করে দেওয়া হয়েছে। রোববার জেলা পুলিশের নির্দেশে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই মাইকিং করা হয়।
স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী মঙ্গলবার সিরাজগঞ্জ পুলিশ লাইনে কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হবে। কনস্টেবল পদে নিয়োগের জন্য কোনো ব্যক্তির সঙ্গে অর্থ লেনদেন না করতে সবাইকে সতর্ক করা হয়েছে । এ পদের যোগ্য প্রার্থীদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য মাইকিংয়ে বলা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বলেন- জেলা পুলিশ সুপারের (এসপি) নির্দেশে এই মাইকিং করা হয়।