ঐতিহাসিক নওগাঁ দিবসে তাড়াশে মুক্তিযোদ্ধাদের মিলন মেলা
লুৎফর রহমান, তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
অ-সা¤প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মধ্য দিয়ে সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক নওগাঁ দিবসে মুক্তিযোদ্ধা জনতার মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে নওগাঁ বাজার এলাকায় বর্ণাঢ্য শোভা যাত্রা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে ঐতিহাসিক নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে যুদ্ধকালীন সংগঠন পলাশ ডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সোরাব আলীর সভাপত্বিতে ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
এতে অন্যানের মধ্যে বক্তব্য দেন, পলাশ ডাঙ্গা যুব শিবিরের সহ-সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পলাশ ডাঙ্গা যুব শিবিরের কম্পানী কমান্ডার আব্দুর রহমান মিঞা, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাজু, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম,তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল প্রমুখ।
উলে¬খ্য, ১৯৭১ সালের ১১ নভেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে ৭১’র যুদ্ধকালীন সংগঠন পলাশ ডাঙ্গা যুব শিবিরের বীর মুক্তিযোদ্ধাদের এক সন্মুখ যুদ্ধে পাক বাহিনীর ১৩০ জন সৈন্য নিহত হয়। সেই সাথে ওই যুদ্ধ থেকে পাক বাহিনীর প্রচুর পরিমাণ সমরাস্ত্র মুক্তিযোদ্ধাদের হাতে চলে আসে।