এস পি এল টি-২০’র দ্বিতীয় আসরের খেলোয়ার নিলাম অনুষ্ঠিত
মঙ্গলবার(২৭-০২-২০১৮)সিরাজগঞ্জে প্রিমিয়ার লীগ এস পি এল টি-২০ দ্বিতীয় আসরের খেলোয়ারদের নিলাম অনুষ্ঠান হয়েছে।
সিরাজগঞ্জ সরকারী কলেজের শহীদ শেখ কামাল অডিটরিয়ামে খেলোয়ার নিলামের আয়োজন করা হয়। সিরাজগঞ্জের এক ঝাক তরুন ক্রিকেটারদের উদ্যেগে গঠিত ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন এর আয়োজনে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় আয়োজন করা হয় এই লীগের। ফ্রাঞ্চাইজ ভিত্তিক লীগে ৫ টি দলের মালিকরা নীলামে অংশ গ্রহন করে পছন্দের খেলোয়ার ক্রয় করেন। সিরাজগঞ্জ লায়ন্স’র পক্ষে নীলামে অংশ গ্রহন করেন হীরক গুন ও সুকান্ত সেন এই সময় দলের আইকন খেলোয়ার সুমন সাহা,অফিসিয়াল কর্মকর্তা সঞ্জয় সাহা,দিলীপ গৌর,এনামুল হক,রিফাত রহমান,খালিদ হৃদয়,রিংকু কুন্ডু, জনি সাহা উপস্থিত ছিলেন, লীগের গত আসরের চ্যাম্পিয়ন দল সিরাজগঞ্জ টাইগার্স’র পক্ষে দলের মালিক রাশেদ ইউসুফ জুয়েল এবং জিহাদ আল ইসলাম জিহাদ দলের আইকন খেলোয়ার মিলন হোসেন, গত আসরের রানার্স আপ দল সিরাজগঞ্জ কিংসের মালিক এমদাদুল হক এমদা এবং কামরুল ইসলাম হিল্টন এর পক্ষে মির্জা মোস্তফা জামান আল আমিন এবং আইকন খেলোয় সুনাম,সিরাজগঞ্জ সুপার স্টারস এর পক্ষে মালিক সৈয়দ তানভীর সিরাজী,তাপস এবং আইকন খেলোয়ার শাকিল হায়দার, আসরের নতুন দল সিরাজগঞ্জ সিক্সসার্স এর মালিক সোহাগের পক্ষে দলের আইকন খেলোয়ার মনিরুল ইসলাম লিটন এবং ক্রিকেটার হালিম বাবু উপস্থিত ছিলেন। ৩ টি ক্যাটাগরিতে নীলাম আহবান করা হয় নীলাম পরিচালনা করেন ব্রুনো,এ ক্যাটাগরিতে সর্বনিম্ন ১৫ শত টাকা এবং সর্বোচ্চ ৪ হাজার টাকা,বি ক্যাটাগরিতে সর্বনিম্ন ১ হাজার টাকা সবোচ্চ ২ হাজার টাকা এবং সি ক্যাটাগরিতে সর্বনিম্ন ৫শত টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকায় নীলাম হয়। এ ক্যাটাগরিতে মরুফ,পারভেজ এবং মিল্টন কে সর্বচ্চ ৪ হাজার টাকা দরে ৫টি দলই ডাক দেয় পরে লটারির মাধ্যমে এদের দল বন্টন করা হয়। আনন্দঘন পরিবেশে নীলাম ডাকা হয়। ১শত ৩৫ জন খেলোয়ারের মধ্যে নীলামে ৭২ জন খেলোয়ার দল পায়। নিলাম শেষে লীগের দ্বিতীয় আসরের লগো উন্মোচন করা হয়। এসময় লীগের আহবায়ক মারুফ সিরাজী,সালমান হক সিবলী,আব্দুল মমিন,জিয়া বাবু,আতাউল্লাা রাজু,জাকির হোসেন,মাসুদ রানা,রাসেল,আলহাজ,জুয়েল,সুজিত সরকার,ক্রিকেট কোচ আব্দুল্লা আল মামুন এবং হাফিস সেখ উপস্থিত ছিলেন।
আগামী ০৯ মার্চ সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা ক্রিয়া সংস্থার সহযোগিতায় সিরাজগঞ্জ ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন আয়োজিত পয়েন্ট ভিত্তিক এই এস পি এল টি-২০র দ্বিতীয় আসর শুরু হবে।
এসময় আতশ বাজি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বিভিন্ন ক্লাবের ক্রিকেট খেলোয়ার,কর্মকর্তা,সাংবাদিক এবং ক্রিকেট প্রেমীদের মিলন মেলায় পরিনত হয় অডিটরিয়াম। বিকেল থেকে শুরু হওয়া এই নীলাম অনুষ্ঠান চলে রাত পর্যন্ত।