এমপি ড. আব্দুর রাজ্জাক কৃষিবিদ থেকে কৃষিমন্ত্রী
এম কবির, টাঙ্গাইল :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর মহাজোট সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইলের কৃতি সন্তান কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক। এর আগে তিনি নবম জাতীয় সংসদে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সদ্য বিলুপ্ত ১০ম সংসদের এমপি হিসেবে তিনি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। ড. আব্দুর রাজ্জাককে মন্ত্রী করায় আনন্দের বন্যা বইছে টাঙ্গাইল জেলায়। জানা যায়, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের মৃত জালাল উদ্দিনের দুই ছেলে সন্তানের মধ্যে বড় ড. আব্দুর রাজ্জাক। রাজনৈতিক কোনো পরিবারে জন্মগ্রহণ না করলেও ছাত্রজীবন থেকে আ.লীগের রাজনীতির অনুসারী ছিলেন তিনি। যার ফলশ্রæতিতে ছাত্রাবস্থায় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বাধীন ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন তিনি। পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর রাতে কমান্ডার আব্দুর রাজ্জাক টাঙ্গাইল সদর থানায় গঠিত পাকিস্তান সেনাদের অস্থায়ী ক্যাম্প দখল নিয়ে জেলায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জেলাকে স্বাধীন ও পাকিস্তান হানাদার মুক্ত ঘোষণা করা হয়। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে পারিবারিক দাবির মুখে রাজনীতির পরিবর্তে সরকারি চাকরিতে যোগদান করাসহ বিবাহবন্ধনে আবদ্ধ হন দেশের প্রখ্যাত কৃষি বিজ্ঞানী ড. আব্দুর রাজ্জাক। কর্মক্ষেত্রে যথাযথ যোগ্যতার স্বাক্ষর রেখে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার দায়িত্ব পালনরত অবস্থায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। বর্তমানে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। সহধর্মিনী শিরিনা আক্তার ভানু ঢাকার একটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যাপনা পেশায় রয়েছেন। জানা যায়, বিগত ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ আসনে আ.লীগ ও বিএনপিতে আসেন নতুন মুখ। আ.লীগের প্রথম মনোনয়ন পান কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক। সেই নির্বাচনে তিনি জয়লাভ করেন। বিগত ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ড. আব্দুর রাজ্জাক প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে ফকির মাহবুব আনাম স্বপনকে (ধানের শীষ) পরাজিত করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে ড. আব্দুর রাজ্জাক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আ.লীগের সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হয়ে ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ড. আব্দুর রাজ্জাক এবার নৌকা প্রতীকে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে জামানত হারিয়েছেন। টানা চারবারের নির্বাচিত সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মধুপুর ও ধনবাড়ীবাসী। নতুন সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেন, মন্ত্রী পরিষদে স্থান দিয়ে আমাকে সর্বোচ্চ সম্মানিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সততা, নিষ্ঠা ও কাজের মূল্যায়নে তিনি আমাকে এ দায়িত্ব প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর দেয়া এ দায়িত্ব পালনে আমি সর্বাত্মক চেষ্টা করব।