সিরাজগঞ্জ

এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ।

আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ ঃ

সেবা, সুনাগরিকত্ব, বন্ধুত্ব এই তিন মটো কে সামনে রেখে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জ বাংলাদেশের একটি শাখা সংগঠন এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জ, ক্লাব নং-১১৯, জেলা-০৯ এর আয়োজনে বুধবার (১৪জলাই) বিকেলে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে কোভিড-১৯ ভয়াবহতায় সমাজে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সহ – এর আগে শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেছে সংগঠনটি এবং কম সৌভাগ্যবান মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠান এপেক্স ক্লাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এপেক্সিয়ান রায়হান কবীর ( মিঠু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ।

এসময় উপস্থিত ছিলেন, এপেক্স এর ফাউন্ডার প্রেসিডেন্ট ও আই পি পি এপে. হেলাল আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. এ এইচ এম মুহিবুল্লাহ মুহিব, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. ফরিদুল হক, সেক্রেটারি এন্ড ডিনার এডিটর এপে. ফুলাদ হায়দার খান, সেবা পরিচালক এপে. আব্দুস সালাম, ট্রেজারার এপে, মজনু মোল্লা, সার্জেন্ট অব আর্মস এপে, আল আমিন তালুকদার, পরিচালক কামরুল ইসলাম সুইট, পরিচালক এপে. মাহমুদুল্লাহ সিরাজী, পরিচালক এপে. মাকসু্দা খাতুন, ফ্লোর মেম্বার এপে. ডাঃ আব্দুর রশিদ, এপে. ফরহাদ হোসেন, এপে. প্রদীপ রায়, স্বর্ণালী, এপে. সোহেল রানা রনি, এপে. প্রিন্সিপাল জহুরুল ইসলাম, এপে. এনামুল কবির, এপে. আবু তাহের, এপে. আশিক আহমেদ,এপে. কামরুল ইসলাম, এপে. কায়েস হেলাল ও পরিচালক মোঃ আব্দর রহিম খোকন, এবং হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আরা সহ সদস্য বৃন্দ, উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দল।