এনায়েত পুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৬ জেলেকে আটক করে আনা হচ্ছে।
আজিজুর রহমান মুন্না
নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে যমুনায় ইলিশ শিকারের দায়ে সিরাজগঞ্জের এনায়েতপুরে ৬ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৮ অক্টোবর) ভোরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিসুর রহমান এ আদেশ দেন।তিনি জানান, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে বুধবার (১৭ অক্টোবর) বিকেল থেকে রাতভর এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়ন সংলগ্ন যমুনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ১৮টি কারেন্ট জাল (২০,০০০ মিটার) ও ৮০ কেজি ইলিশসহ ৬ জেলেকে আটক করা হয়।
বৃহস্পতিবার ভোরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ সময় জব্দকৃত মাছ এনায়েতপুরের এতিমখানায় বিতরণ ও কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।