এনায়েত পুরে এক পুকুর হতে নেশাগ্রস্থ যুবকের ভাসমান লাশ উদ্ধার ।
সিরাজগঞ্জ জেলার এনায়েত থানার খামার গ্রামের পশ্চিম পাড়ার মামুন সরকার (৩০) নামের এক নেশাা গ্রস্হ যুবকের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
সোমবার (১২ নভেম্বর’১৮) রাতে বাড়ীর পাশের কচুরিপানা আলা পুকুরে তার লাশ দেখতে পায় স্হানীয়রা, পরে পুলিশে খবর দিলে পুুুলিশ এসে লাশ উদ্ধার করে । মামুন এনায়েতপুরের খামার গ্রামের শাহাব আলী সরকারের ছেলে।
মামুনের ভাই মুকুল সরকার জানান, মামুন কয়েক দিন পূর্বে সে বাড়ী থেকে বেরিয়ে যায় আর বাড়ী ফিরে আসেনি। গত সোমবার রাতে বাড়ীর পাশের পুকুরে ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা, পরে আমরা ও যাই তার ভাসমান লাশ দেখি এর মধ্যে ঘটনাস্হলে পুলিশ পৌঁছে তার লাশ উদ্ধার করে ।
এ ব্যাপারে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মামুন সরকার নেশাগ্রস্ত ছিলো। নেশা করে সারাদিন পড়ে থাকতো। স্থানীয়রা পুকুরের মধ্যে তার লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয় ধারণা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।