এনায়েতপুর থানা বিএনপি’র সভাপতি লিয়াকত আলী’র ইন্তেকাল।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, সদিয়া চাঁদপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ও এনায়েতপুর থানা বিএনপি’র সভাপতি লিয়াকত আলী (৪৯) হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২১জুন -২০১৯) দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ বহু আত্মীয় -স্বজন রেখে গেছেন।
পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খামারগ্রামস্থ নিজস্ব ভবনে লিয়াকত আলী হঠাৎ বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। সে সময় পরিবারের লোকজন তাকে জরুরী ভিত্তিতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি দেখে নিবিরপরিচর্যা কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকত আলীকে মৃতঘোষনা করেন।
তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপি’র সভাপতি বেগম রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু , সিরাজগঞ্জ জেলা ও এনায়েতপুর থানা বিএনপি’র পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় এনায়েতপুর হাই স্কুল মাঠে তার নামাজে যানাজা শেষে মন্ডল পাড়া কবরস্থানে দাফন করা হবে।