এনায়েতপুরে সুতাসহ ২চোর আটক
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খামারগ্রামে চোরাই সুতাসহ ২চোরকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
এরা হলেন- ব্রাহ্মনগ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে আব্দুল আউয়াল (৩৫) ও গোসাইবাড়ি গ্রামের মোজাম্মেল হকের ছেলে আব্দুর রহিম (৪০)। বুধবার দুপুরের দিকে এদেরকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এনায়েতপুর থানার এসআই রিপন কুমার জানান, খামারগ্রামের প্রসেস মিল মালিক আব্দুর রহমান সেনার বাড়ি থেকে বুধবার ভোর রাতে ২৫ হাজার টাকা মুল্যের (২৫কেজি) সুতা চুরি করে নিয়ে যাওয়ায় সময় স্থানীয়রা আব্দুল আউয়াল ও আব্দুর রহিমকে আটকে করে পুলিশে সোপর্দ করে। এদেরকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।