এনায়েতপুরে গরীব -অসহায় শীতার্থ মানুষের মাঝে ৬০০’শ কম্বল বিতরন ফেসবুক টিমের
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে জেলার যমুনাবিধৌত এনায়েতপুরে “আমাদের সিরাজগঞ্জ ওয়ান লাইন ফেসবুক টিম” গরীব -অসহায় শীতার্থ মানুষের মাঝে ৬০০শত কম্বল বিতরণ ।
মঙ্গলবার (৪ নভেম্বর’১৮) সকালে এনায়েতপুর দ্বাদশ পট্রিতে দূর্গম চরাঞ্চলের গরীব-অসহায় শীতার্থ এসব মানুষের মাঝে একম্বল বিতরন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও ফেসবুকের মাধ্যমে সংগ্রহীত অর্থে কেনা কম্বল সমাজকর্মী মামুন বিশ্বাসের নেতৃত্বে একদল যুবক এ কাজ করেছেন ।
যিনি ফেসবুককে ভাল কাজের পরিচয় দিয়ে অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন তিনি হলেন সাংবাদিক মামুন বিশ্বাস।
কম্বল বিতরণকালে উপস্হিত ছিলেন, এনায়েতপুর থানার ওসি তদন্ত মোয়াজ্জেম হোসেন, ৭১- টিভি চ্যানেলের জেলাপ্রতিনিধি সাংবাদিক মাসুদ পারভেজ, যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সহ-সভাপতি রফিক মোল্লা ও কোষাধ্যক্ষ মুক্তার হাসান, সাংবাদিক রাসেল সরকার,আদনান মুক্তা, সবুজ, লোকমান, আল আমিন, সবুজ ও মিলন প্রমুখ।