এনায়েতপুরে শবেবরাতের রাতে নদী ভাঙন থেকে রক্ষা পেতে বিশেষ মোনাজাত
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক:
তাতঁ শিল্প খ্যাত সিরাজগঞ্জের এনায়েতনপুরে অসময়ে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। সিরাজগঞ্জের এনায়েতপুর- চৌহালী তে প্রায় ৫ কিলোমিটার এলাকায় অসময়ে শুরু হয়েছে যমুনার ভয়াবহ ভাঙন। ভাঙন থেকে রক্ষা পেতে রোববার পবিত্র শবেবরাতে এনায়েতপুর বিভিন্ন মসজিদ-মাদরাসা ও বাসা-বাড়িতে নফল ইবাদত শেষে বিশেষ দোয়া করা হয়েছে। এসময় যমুনার ভাঙনের থাবা থেকে বাঁচতে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন যমুনা পাড়ের নদী ভাঙনের শিকার অসহায় বাসিন্দারা । এলাকাবাসীর তথ্য মতে যমুনা নদীতে পানি বৃদ্ধির পর থেকে এনায়েতপুর থানা সদরের ব্রাহ্মনগ্রাম-আড়কান্দি থেকে পাচিল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে। গত তিন সপ্তাহে প্রায় অর্ধশত ঘর-বাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙ্গনের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। ফলে ভাঙ্গনের মুখে পড়েছে দেশের সর্ববৃহৎ কাপড়ের হাট, আঞ্চলিক সড়ক, শতাধিক বসতবাড়ি, তাঁত কারখানা ও ফসলি জমি। একারনে অনেকে ঘর ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন। বর্ষা মৌসুম শুরুর আগেই যমুনা নদীতে তীব্র ভাঙ্গনের ফলে এলাকাবাসীর মধ্যে অতঙ্ক বিরাজ করছে। এখনই ভাঙনরোধে জরুরী ভিত্তিতে নদী তীর রক্ষায় কাজ করা না হলে বিলীন হয়ে যাবে বহু ঘরবাড়ি ও স্থাপনা। এদিকে প্রায় সাড়ে ৩বছর ধরে অব্যাহত নদী ভাঙনের ফলে যমুনার পশ্চিম তীরের প্রায় সাড়ে তিন হাজার ঘরবাড়ি, বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ইতোমধ্যে নদীতে বিলীান হয়েছে। ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পাউবো সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও স্থানীয়রা কোন সুফল পাচ্ছে না। তাই শেষ সম্বলটুকু রক্ষায় নদী পাড়ের অসহায় বাসিন্দারা শবেবরাদের রজনীতে এলাকার মসজিদে মসজিদে ও বাসা-বাড়িতে একত্রিত হয়ে মহান সৃষ্টিকর্তার দরবারে ইবাদত বন্দেগী শেষে বিশেষ মোনাজাত করেছেন। এসময় নদী পাড়ের অসহায় ক্ষতিগ্রস্থদের কান্নায় এলাকার আকাশ বাতাস ভারি হয়ে যায়।