এনায়েতপুরে যমুনার ভাঙন পরিদর্শনে পাউবো প্রকৌশলী ।
আজিজুর রহমান মুুুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনার ভাঙন পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, তাঁত শিল্প, শিক্ষা ও চিকিৎসা সমৃদ্ধ এনায়েতপুর থানা সদরের যমুনার ভয়াবহ ভাঙন রোধে জরুরি ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তীর সংরক্ষণে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ৬০০ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। তখন এলাকা ভাঙন মুক্ত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এ সময়- উপবিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম, খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া, জালালপুর ইউপি চেয়ারম্যান সুলতান মাহামুদ, ইউপি সদস্য সোহরাব আলী ও এনায়েতপুর চৌহালী প্রেসক্লাবের সহসভাপতি রফিক মোল্লা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, যমুনা নদীতে পানি বৃদ্ধির পর থেকে থানা সদরের ব্রাহ্মণগ্রাম ও আড়কান্দি চর এলাকায় ভাঙনের তীব্রতা বেড়ে গেছে। গত তিন দিনে ২০টি ঘরবাড়ি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে দেশের সর্ববৃহৎ এনায়েতপুর কাপড়ের হাট, পচিল-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়ক, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়, অর্ধশত তাঁত কারখানাসহ প্রায় সাড়ে পাঁচ হাজার ঘরবাড়ি।