চৌহালী/এনায়েতপুর

এনায়েতপুরে মুসফিকা স্মৃতি পাঠাগারের পরিচালক আনাম শেখের স্মরণ সভা

স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জের এনায়েতপুর মুসফিকা স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক খায়রুল আনাম শেখের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাঠাগার চত্বরে সভায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু ও সঞ্চালনা করেন একুশে টিভির সংবাদ উপস্থাপক ওয়াহিদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হোসেন রেজা। এসময় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আহসানুল্লাহ হাবিব, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলহাজ্ব আব্দুল মতিন, জেলা বিএনপির উপদেষ্ঠা সাইদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আক্তার তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী হাসান সারওয়ার মুকুল, কাজী ইছা আহম্মেদ, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক মোল্লা, থানা যুবদলের আহবায়ক জাহিদ হোসেন জহুরুল ও শিক্ষক আইনুল হক বক্তব্য রাখেন। পরে এনায়েতপুর প্রেসক্লাবের সদস্য প্রয়াত খাইরুল আনাম শেখের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দেয়া ও মোনাজাত করা হয়।