চৌহালী/এনায়েতপুর

এনায়েতপুরে এশিয়ান টিভির ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সিরাজগঞ্জের এনায়েতপুরে জনপ্রিয় টিভি চ্যানেল এশিয়ান টেলিভিশনের ৬ষ্ঠ বর্ষপূতি পালন উপলক্ষে আলোচনা সভা, কেক কর্তন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে খামাগ্রাম ডিগ্রি কলেজ চত্বর থেকে একটি র্যারী বের হয়। এর আগে সদিয়া চাঁদপুর ইউপি কমপ্লেক্ষ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আব্দুল মমিন মন্ডল (সিআইপি)। এশিয়ান টিভির বেলকুচি-চৌহালী প্রতিনিধি রফিক মোল্লার পরিচালনায় ও এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার ওসি মাহবুবুল আলম, সদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ। এছাড়া মন্ডল গ্রুপের পরিচালক জুবায়ের হোসেন মন্ডল, চৌহালী উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, থানা আ’লীগের সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, সহ-সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ, এমপি’র ব্যক্তিগত সহকারী তাজ উদ্দিন, আওয়ামীলীগের নেতা এবিএম শামীম হক, শওকত আলী, ইব্রাহিম হোসেন, মনিরুজ্জামান মনি, হাবিবুর রহমান হাবুল, বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, যুগ্মআহ্বায়ক এসএম ওমর ফারুক, এনায়েতপুর থানা যুবলীগের সাধারন সম্পাদক (ভার:) হাফিজুর রহমান হফিজ, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম রাসেল, প্রবীণ সাংবাদিক নারায়ন মালাকার ও এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক মুক্তার হাসান, সমাজকর্মী মামুন বিশ্বাস, ছাত্রলীগের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মোন্নাফ, ছাত্রলীগ নেতা মিঠুন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আর,কে রাসেল সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।