উল্লাপাড়া

এখন শুধুই ধুধু বালু উল্লাপাড়া-উধিনুয়া সড়কে চলার অযোগ্য

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর-উধুনিয়া আঞ্চলিক সড়কে এখন শুধুই ধুলা । কার্পেটিং উঠে গেছে অনেক আগেই। গত ১০ বছর কোনো প্রকার সংস্কার না হওয়ায় এখন শুধুই ধুধু বালু। ফলে শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় কাদায় একাকার হয়ে যায়। সড়কটি দেখে বুঝার উপায় নেই এটি এক সময় পিচ ঢালাই ছিলো

রাস্তাটির বেশিরভাগ স্থানেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ১০ বছর ধরে সড়কের এ বেহাল দশায় চরম ভোগান্তিতে এলাকাবাসী।

উল্লাপাড়া উপজেলার মোহনপুর বাজার থেকে উধুনিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এ সড়ক। কিন্তু সড়কটি সংস্কারে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের, দাবি এলাকাবাসির।

দিন দিন সড়কের অবস্থা খারাপ হওয়ায় বর্তমানে সড়কের ওই অংশে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যান চলাচল করতে পারছে না। এছাড়া বর্ষা মৌসুমে এ সড়ক পায়ে হেঁটে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি বেশির ভাগ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

নির্মাণের এক বছরের মাথায় ওই সড়কের মোহনপুর বাজারের পশ্চিম অংশ থেকে উধুনিয়া পর্যন্ত ছয় কিলোমিটার অংশ বন্যার পানির স্রোতে ভেঙে যায়। এরপর আর সংস্কার না হওয়ায় ওই অংশের কার্পেটিং উঠে যায় এবং বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়।

আঞ্চলিক এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন কর্মজীবী মানুষ উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে দুরাবস্থা বজায় থাকলেও সড়কটি সংস্কারে কারও সুদৃষ্টি পড়েনি। এলাকাবাসি দ্রুত সড়কটি সংস্কারের জোড় দাবি জানান।

পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শায়লা আক্তার বলেন, আমার গ্রামের বাড়ি উধুনিয়া হাসপাতাল পাড়া, রাস্তাঘাট খারাপ এবং চলাচলের অনুপযোগী হওয়ার কারণে পরিবারের সদস্যদের নিয়ে উল্লাপাড়ায় ভাড়াবাড়ীতে থাকি।

উল্লাপাড়া উপ বিভাগীয় প্রকৌশলী একে এম জহুরুল আলম খান জানান, সিরাজগঞ্জ জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়কটির প্রসস্থ করনের জন্য একটি প্রকল্প উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জমা দেয়া হয়েছে। প্রকল্পটি পাশ হলে দরপত্র আহবানের মাধ্যমে কাজ শুরু হবে। তিনি আর বলেন, ২/৩ মাসের মধ্যেই মোহনপুর-উধুনিয়া সড়কের কাজ শুরু হয়ে যাবে বলে আশা করছি।