এক মোটরসাইকেলে চার যাত্রী, প্রাণ গেল একজনের
সিরাজগঞ্জনিউজ ডেস্ক ঃ
রাজধানীর গুলশান নতুনবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় সজীব (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উত্তর সিটি করপোরেশনের গাড়িচালক ছিলেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরো তিন আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন। সজীব ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কমলপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। তিনি পূর্ব বাড্ডা ডিআইটি প্রজেক্টের পূর্ব পাশের সিটি করপোরেশনের স্টাফ কোয়ার্টারে থাকতেন। সজীবের মামা সবুজ মোল্লা জানান, কোয়ার্টার থেকে মোটরসাইকেলে করে সজীব, তার মামা মোহাম্মাদ আলীসহ কয়েকজন রাতে নতুনবাজার এলাকায় যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে বলে শুনতে পেরেছেন। আহতদের মধ্যে মোহাম্মদ আলীর অবস্থা গুরুতর বলে জানান তিনি। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, রাত ১২টার দিকে নতুনবাজার প্রগতি সরণি গ্রুপ ফোর অফিসের বিপরীত পাশে মেইন রোডে মোটরসাইকেল ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে মোটরসাইকেলের চার আরোহী আহত হন। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত সজীবসহ সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সজীবকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।