সিরাজগঞ্জ

এক ব্যক্তির মরদেহ উদ্ধার-বঙ্গবন্ধু সেতু থেকে

বঙ্গবন্ধু সেতুর উপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে সেতুর পশ্চিম থানা পুলিশ।

১৮ মে শুক্রবার গভীর রাতে সেতুর ১৫ ও ১৬ নম্বর পিলারের মাঝমাঝি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শনিবার ১৯ মে দুপুরের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম জানান, শুক্রবার গভীর রাতে সেতুর উপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ছাদ থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মাথা থেতলে গেছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।