একসঙ্গে ২ প্রতিষ্ঠানের বেতন ভাতা নিচ্ছে চৌহালীর ঘোড়জান ইউপি চেয়ারম্যান
চৌহালী (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
একদিকে শিক্ষক, অন্যদিকে আবার ইউপি চেয়ারম্যান। এমন এক জনপ্রতিনিধি নিয়মবহির্ভূতভাবে সরকারি বেতন-ভাতা নিচ্ছেন দুই প্রতিষ্ঠান থেকে। শিক্ষা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়ম না মেনে ক্ষমতার অপব্যবহার করছেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোড়জান ইউপি চেয়ারম্যান।
ঘোড়জান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রমজান আলী, ইউপি চেয়ারম্যানঘ হিসেবে সম্মানী নেন। একই সঙ্গে চরধীতপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে বেতন নেন ১৬ হাজার টাকা। দীর্ঘদিন এই বেতন-ভাতা ভোগ করে আসছেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে মোঃ রমজান আলী কোন মন্তব্য না করে ফোন কেটে দেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আরিফ সরকার বলেন- কোনো এমপিও ভুক্ত শিক্ষক জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে দুই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা ভোগ করতে পারবে না। যদি কেউ দুই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা নেয় তাহলে সেট নিয়মবহির্ভূত।