একদিনে এত্ত মাইনষের কান্দন ও একসাথে এত্ত কবর কুনদিন দেহি নাই
এত্ত মাইনষের কান্দন এক সাথে কুনদিন দেহি নাই। হাজার হাজার মানুষ আইসত্যাছে দেখতাইছে আর কানতাইছে। চোহের পানি ঠ্যাকাইব্যার পাইরলাম না। এইব্যা শোক আর কুনদিন পাই নাই।
পুরো গ্রাম আজ শোকে স্তব্ধ। কারও বাড়ির চুলায় আজ হাড়ি ওঠেনি। গ্রামের কারোই নাওয়া-খাওয়া নেই। কাজ-কর্ম ছেড়ে সবাই দাঁড়িয়েছেন শোকাহত পরিবারগুলোর পাশে।
শুধু কাদাইগ্রাম নয়, আশপাশের ২০/২৫টি গ্রামের হাজার হাজার মানুষ আজ শোকাহত। নাওয়া-খাওয়া রেখে তারা এসেছেন মৃতদের এক নজর দেখতে।
প্রায় চল্লিশ বছর ধইর্যা কবর খুঁইড়া আইসত্যাছি। এমন অবস্থায় পরমু কুনদিন ভাবি নাই। একদিনে এত্ত কবর খোঁড়ার মানুষও এই গাঁয়ে আছিল না। আল্লায়ই পাঠাইয়্যা দিলো। আশপাশের গেরাম থেইকা পরায় (প্রায়) ২৫ জন মানুষ আইলো কবর খুঁড়তে।