সারাদেশ

একটি নি‌খোঁজ সংবাদ

আবির হোসাইন শাহিন :

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা হো‌সেনপুর ইউনিয়নের শ্রীখ‌ন্ডি গ্রা‌মের তোফাজ্জল হ‌কের পুত্র শামীম মন্ডল ওর‌ফে বুলুকে গত ২১শে জুন বিকাল সা‌ড়ে ৪টার পর থেকে কোথাও খুজে পাওয়া যাচ্ছে না বলে তার পরিবার সু‌ত্রে জানা যায়। এব্যাপা‌রে শামীম মন্ড‌লে‌র ছোট ভাই সা‌কিবুল আনাম পলাশবাড়ী থানায় এক‌টি হারা‌নো ডাইরী করে‌ছেন। ডাইরী নং ৮৩১,তাং ২৪/০৬/১৯। শামী‌ম একজন মান‌সিক বু‌দ্ধিপ্র‌তিবন্ধী ও অ‌বিবা‌হিত। তার গা‌য়ের রঙ উজ্জল শ্যামলা, উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি,হা‌রি‌য়ে যাওয়ার সময় তার পড়‌নে ছিল খ‌য়েরী র‌ঙের ফতুয়া ও চেক লঙ্গী । পরিবারের সবাই রয়েছে উদ্বেগ উৎকন্ঠায়, কেউ খোঁজ পেলে তার পরিবারকে জানানোর জন্য অনুরোধ করা হলো। ০১৭৪৪৩২৭৪২৪/০১৭১৮৫৯৫৬৫৪ এই নম্ব‌রে যোগা‌যো‌গ করুন।