একক সঙ্গীত সন্ধ্যায় বিভিন্ন ভাষায় গান গেয়ে দর্শক মাতালেন মোহনা
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে স্বপ্নদুয়ার এর আয়োজনে ক্ষুদে গান রাজ খ্যাত শিল্পী নিশাদ আহমেদ মোহনা’র একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পৌর ভাষানী মিলনায়তনে এই সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এ.কে আজাদের সঞ্চালনায়, স্বপ্নদুয়ার এর সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সঙ্গীত সন্ধ্যার উদ্ভোধন করেন সিরাজগঞ্জ-কামারখন্দ আসনের সাংসদ হাবিবে মিল্লাত মুন্না।
একক সঙ্গীতানুষ্ঠান শুরুর পর থেকেই দীর্ঘ সময় ধরে একের পর এক বাংলা, হিন্দি ও চাইনিজ গান পরিবেশন করেন মোহনা। কুড়িয়ে নেন উপস্থিত দর্শকদের অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা। নানান রকম গান পরিবেশনের মধ্য দিয়ে জায়গা করে নেন দর্শকদের মনে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্ন দুয়ারের সহ-সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাধারণ সম্পাদক বেলাল সবুজ, সাংগঠনিক সম্পাদক তুহিন রহমান, অর্থ পরিচালক বিধান, সংগঠনের সাবেক সভাপতি আব্দুস সালাম মামুন, বিশিষ্ট সাংবাদিক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ ও দীলিপ কুমার গৌর, তরুণ সম্প্রদায়ের পরিচালক সংগঠন বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতিক কর্মী ফরিদুল ইসলাম সোহাগ, সিরাজগঞ্জ নিউজ ২৪ এর প্রকাশক ও সম্পাদক তাহমিনা হোসেন কলি সহ অন্যান্য সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সিরাজগঞ্জ নিউজ ২৪ পরিবারের পক্ষ থেকে শিল্পী কে ফুলেল শুভেচ্ছা জানান পত্রিকার প্রকাশক ও সম্পাদক তাহমিনা হোসেন কলি।
উল্লেখ্য, মোহনা দেশব্যাপী জাতীয় নজরুল সঙ্গীত প্রতিযোগিতায় ২০০৬ সালে “ক” বিভাগে প্রথম স্থান এবং ২০০৮ সালে “খ” বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন। এছাড়াও ২০১০ সালে এনটিভি’তে অনুষ্ঠিত পদ্মকুড়িতে প্রথম স্থান এবং ২০১১ সালে চ্যানেল আই ক্ষুদে গান রাজে সেরাদের একজন হয়ে সারাদেশে পরিচিতি লাভ করেন।