উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের সলঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ইতিহাসের ধারক-বাহক সিরাজগঞ্জের সলঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৭ জানুয়ারী ২০১৯ খ্রিস্টাব্দ ঘোষিত তফশীল অনুযায়ী সভাপতি পদে কোরবান আলী ও সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলী জয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। শুধু সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা থাকায় গতকাল মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহন চলে। ভোট গ্রহন শেষে নির্চাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আমজাদ হোসেন তালুকদার ভোট গননা করে ফলাফল ষোষনা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী সাধারন সম্পাদক পদে দৈনিক দিনকাল প্রতিনিধি এম.দুলাল উদ্দিন আহমেদকে বিজয়ী ঘোষনা করা হয়েছে। এসময় সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সলঙ্গা থানা বিএনপি’র সভাপতি ও সলঙ্গা ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সলঙ্গা থানার অফিসার ইনচার্জ তাজুল হুদা,তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক খন্দকার মারুফ হাসান খোকন,৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ,যুগান্তরের জেলা প্রতিনিধি জেহাদুল ইসলাম,মাইটিভির জেলা প্রতিনিধি এইচএম মোনায়েম খাঁন,ইন্ডিপেন্ডেন্টের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম,খোলা কাগজের জেলা প্রতিনিধি এইচএম আলমগীর কবীর,বাংলানিউজ ২৪ ডট কমের জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, দৈনিক কলম সৈনিকের বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু,যায়যায়দিনেড জেলা প্রতিনিধি এইচএম মোকাদ্দেস,রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম রফিকুল ইসলাম,উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন জয়,সলঙ্গা থানা যুবলীগের যুগ্নআহ্বায়ক ফরিদুল ইসলাম,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি লিংকন সরকার,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার,থানা যুবদলের সাধারন সম্পাদক শাহিন রেজাসহ বিভিন্ন শ্রেনী-পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। এদিকে নব-নির্বাচিত নেতৃবৃন্দকে তারা অভিনন্দন জানিয়েছেন। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন সলঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক গাজী আমজাদ হোসেন তালুকদার,যুগ্ন-আহ্বায়ক রফিকুল ইসলাম মিয়া ও আমিনুল ইসলাম স্বপন।