উল্লাপাড়া

উল্লাপাড়া প্রেসক্লাবের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া প্রেসক্লাবের নবনির্মিত দ্বিতল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সিরাজগঞ্জ-৪ ( উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন ।

এ সময় উল্লাপাড়া প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন হিরু, সিনিয়র সাংবাদিক কল্যান ভৌমিক, উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, জেলা পরিষদের সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ, উল্লাপাড়ায় কর্মরত সকল সংবাদকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে এবং জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা এর সার্বিক সহযোগীতায় এই প্রেসক্লাব ভবনটি নির্মাণ করা হয়েছে।