উল্লাপাড়া পূর্ণিমাগাতী ইউনিয়নের জামায়াতের আমীর জহুরুল আটক।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন জামায়াতের আমির জহুরুল ইসলাম (৪৫) কে আটক করেছে পুলিশ।
রোববার (১৮ নভেম্বর’১৮) দুপুরে উল্লাপাড়া উপজেলার চড়ুইমারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জহুরুল কয়ড়া চরপাড়া গ্রামের বাসিন্দা।
উল্লাপাড়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা এতথ্য নিশ্চিত করে জানান, গত ১ অক্টোবর পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ জামায়াত নেতা ছিনতাই মামলার অন্যতম আসামি জহুরুল ইসলাম।
এছাড়াও তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চড়ুইমারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর অন্তত ২০টি নাশকতা মামলার আসামি উপজেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদকে কয়ড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আজাদের নিকটাত্মীয় স্থানীয় আওয়ামী লীগ সাইফুল ইসলাম খোকার নেতৃত্বে আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি জহুরুল।