উল্লাপাড়া

উল্লাপাড়া পাটবন্দর সড়কে চলাচলে পথচারীদের ভোগান্তি

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

উল্লাপাড়া-সলপ রেলওয়ে স্টেশন সড়কের পাটবন্দর অংশের এখন নাজুক অবস্থা। দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তার বেশকিছু অংশ জুড়ে নিচু হয়ে গেছে। ‘পাটবন্দর সড়ক’ হিসেবে পরিচিত এই রাস্তায় একদিন বৃষ্টি হলে সাতদিন পর্যন্ত সেখানে পানি কাঁদায় পূর্ণ হয়ে থাকে। ফলে লোকজনের চলাফেরায় এখন চরম ভোগান্তির সৃষ্টি হয়। আর এই অবস্থা চলে আসছে অনেক দিন ধরে।

এই সড়কে উল্লাপাড়া উপজেলা সদরের থানারমোড় থেকে পৌর কিচেন বাজারের প্রবেশ মুখ পর্যন্ত অর্ধ কিলোমিটার অংশ চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। পৌরশহরের পাটবন্দর সড়ক নামে পরিচিত এই রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসী অনেকদিন ধরে পৌরসভার কাছে আবেদন জানালেও এর উন্নয়নে কোন উদ্যোগ নেওয়া হয়নি।

পৌরসভার এই রাস্তা দিয়ে উল্লাপাড়া উপজেলার বিলসুর্য নদীর পূর্বপাড়ের অন্ততঃ ১০টি গ্রামের মানুষ উপজেলা সদর, উল্লাপাড়া মডেল থানা, পৌর বাজারসহ বিভিন্ন সরকারি অফিসে প্রতিদিন যাতায়াত করে থাকেন। ফলে রাস্তাটি সবসময়ই অত্যন্ত ব্যস্ত।

কিন্তু এই রাস্তায় কাঁদা পানি জমে থাকায় মানুষের পায়ে চলা যেমন কষ্টকর পাশাপাশি যানবাহন চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।

এ ব্যাপারে সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর নজরুল ইসলাম লেবু’র সঙ্গে যোগাযোগ করলে তিনি এই রাস্তার দুরাবস্তা ও পথচারীদের দুভোর্গের কথা স্বীকার করে জানান, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলামের সহযোগিতায় তিনি রাস্তাটি পূণঃ নির্মানের উদ্যোগ নিয়েছেন। চলতি বর্ষা মৌসুম শেষ হলেই রাস্তার কাজ শুরু হবে।