উল্লাপাড়া উপজেলা শহর যানজট মুক্ত করতে ওসির উদ্যোগ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শহর দীর্ঘদিন ধরে বাস-ট্রাক, অটোরিকশা-ভ্যান, সিএনজি দ্বারা জান জোটে নাকাল শহরবাসী । ওই জান জোট মুক্ত করতে এবং রমজানের পবিত্রতা রক্ষা করতে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ন কবির এক ব্যাতিক্রোম ধর্মী উদ্যোগ নিয়েছেন ।
শহরের সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থান পুড়ানো বাস স্ট্যান্ড, ওভার পাস ব্রীজের নীচে, শ্যামলীপাড়া বাস স্টন্ড, বিজ্ঞান কলেজ মোড়, উপজেলা গেট ও ঘোসগাঁতী মোড়ে সারা দিনের জন্য পুলিশ টহল দেওয়া শুরু করেছেন । তিনি নিজেই ওই সব স্থান প্ররিদর্শণ করে জান জোট মুক্ত করছেন ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির জানান শহরে গুরুত্বপূর্ণ সড়কগুলো দিয়ে জান জোটের করণে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয় । মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও জনসাধারণ যাতে নির্বিঘ্নে শহরের গুরুত্বপূর্ণ দোকান, শপিংমলে মার্কেটিং করতে ও সড়কগুলো দিয়ে চলাচল করতে পারে সে জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০৫/০৪/২০২২