উল্লাপাড়া

উল্লাপাড়া অন্ধকারে এক রাত বিপাকে মুসল্লিরা

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের রমজান মাসে ইফতার, তারাবি নামাজ ও সেহরির সময় লোডশেডিং না দেওয়ার নির্দেশ থাকলেও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বাসী অন্ধকারে কাটালো এক রাত । বিপাকে মুসল্লিরা ।
উপজেলায় রজমানের প্রথম দিন থেকেই পল্লী বিদ্যুতের বারবার লোডশেডিং এর কারণে জন সাধারণ অতিষ্ঠ হয়ে উঠেছেন। তারাবীর নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ক্ষুদ্দ হয়ে উঠেন বিভিন্ন এলাকার মুসল্লীরা। অনেক বিদ্যুৎ গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন গত শুক্রবার দিবাগত এক রাত আমরা উল্লাপাড়া বাসী অন্ধকারে ছিলাম।

উল্লাপাড়া উপজেলার দূর্গানগরর ইউনিয়নের আল-আমিন,উল্লাপাড়া পৌরশহরের বাসিন্দা আব্দুল্লাহ আল কাফি, চর শ্রীফলগাঁতীর মিজানুর রহমান অভিযোগ করে বলেন, রমজান মাসে বিদ্যুতের লোড শেডিং হওয়ায় ভোগান্তির যেন শেষ নেই। প্রতিদিন ইফতারির, তারাবি নামাজ ও সেহরির ৫ মিনিট আগে বিদ্যুতের লোডশেডিং শুরু হয় এবং ইফতার ও তারাবি নামাজ শেষে ৫ মিনিট পরে আশে । ফলে চলতি তাপ দাহে ইফতার করা, ও তারাবি নামাজ পড়া দুঃসহ হয়ে ওঠেছে । ইফতার ও তারাবির সময় লোডশেডিং না করার আহ্বান জানান তারা ।

এবিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায় বলেন, চলতি প্রচন্ড তাপ দাহে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে, গ্যাস সরবরাহ পরিমাণ কমে যাওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রীড থেকে আমরা কম পাচ্ছি। এক পশলা বৃষ্টি হলেই এ চাহিদা কমে যাবে । তাই এমনটা হচ্ছে। তবে আমরা সব জায়গায় লাইন রাখার চেষ্টা করছি এবং খুব দ্রুতই এর সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১৬/০৪/২০২২