উল্লাপাড়ায় ৯২ টি মন্ডপে দূর্গাপুজা উৎসব হবে
উল্লাপাড়াপ্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ৯২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার উৎসব হবে । এর মধ্যে উল্লাপাড়া পৌরসভা এলাকায় ২৭ টি এবং বাকীগুলো ইউনিয়ন পর্যায়ের মন্ডপ গুলোতে উৎসব হবে ।
ইউনিয়নগুলোর মধ্যে দুর্গানগরে ইউনিয়নপ – ১১ টি পুজা, মোহনপুর ইউনিয়নে -০৯ টি পুজা, উধুনিয়ায় ইউনিয়নে -০৮ টি পুজা, বড়হর ইউনিয়নে -০৭ টি পুজা, পঞ্চক্রোশী ইউনিয়নে -০৬ টি পুজা, বড় পাঙ্গাসী ইউনিয়নে -০৫ টি পুজা, সলপ ইউনিয়নে -০৪ টি পুজা, হাটিকুমরুল ইউনিয়নে -৪ টি পুজা, সলঙ্গা ইউনিয়নে -৩ টি পুজা, বাঙ্গালা ইউনিয়নে -০৩ টি পুজা, উল্লাপাড়া সদর ইউনিয়নে -০২ টি পুজা, পূর্ণিমাগাঁতী ইউনিয়নে -০১ টি পুজা, কয়ড়া ইউনিয়নে -০১ টি পুজা ও রামকৃষ্ণপুর ইউনিয়নে -১ টি পুজা মন্ডপে দূর্গাপুজা উৎসব অনুষ্ঠিত হবে ।
দূর্গাপুজা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বিষয় নিয়ে গত সোমবার বেলা এগারোটার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে শান্তপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে এক প্রস্তুতিমূলক সভা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম , সহকারী কমিশনার ( ভূমি) ইশরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি গৌতম কুমার দত্ত , সাধারণ সম্পাদক বাবলু ভৌমিক প্রমুখ ।