উল্লাপাড়া

উল্লাপাড়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন, থানায় মামলা দায়ের, গ্রেফতার-২

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার

সিরাজগঞ্জর উল্লাপাড়ায় ৬ষ্ঠ শ্রণীর এক মাদ্রাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষনের অভিযোগ এনে তার মা উল্লাপাড়া মডেল থানায় ২ জনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেছে । ওই মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানার পুলিশ ।


এরা হলো- পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ি গ্রামের মৃত- তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ গোলাম হোসেন(৬০) ও একই গ্রামের মৃত-নূর কবিরের ছেলে মোঃ ওমর আলী(৫০) ।

ওই কেছের তদন্তকারী কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ি গ্রামের সালেখা খাতুনের মেয়ে ও ভেংড়ি দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী আলেয়া খাতুন(১৩) গত ৮ জুলাই বিকেল ৪ টার দিকে ভেংড়ি গ্রামের মাঠে ঘাস কাটতে গেলে একই গ্রামের মৃত তোফজ্জল হোসেনের ছেলে মোঃ গোলাম হোসেন(৬০) ও মৃত নূর কবিরের ছেলে ওমর আলী(৫০)ওই কিশোরীকে ধরে নিয়ে পাট ক্ষেতের মাঝে জোরপূর্বক দুইজন পালাক্রমে ধর্ষণ করে । ওই কিশোরীর চিৎকারে এলাকা বাসী এগিয়ে এসে মেটিকে উদ্ধার করে । এ সময় লোকজনের উপস্থিত দেখে ধর্ষণ কারীরা পালিয়ে যায় ।

পরে গ্রামের কিছু লোক বিচার দিতে চেয়ে, বিচার না দেওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই কিশোরীর মা সালেখা খাতুন বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় গোলাম হোসেন ও ওমর আলীকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে । রাতেই ওই মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে । শুকবার ধর্ষিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে । শুক্রবার আসামীদের সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে ।