উল্লাপাড়া

উল্লাপাড়ায় ৪র্থ দিনের লকডাউন ডিলেডালা ভাবে পালিত হচ্ছে

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪র্থ দিনের লকডাউন ডিলেডালা ভাবে পালিত হচ্ছে । সরকারী বিধিনিষেধ উপেক্ষা করে সকাল থেকে পৌর শহরের দোকান পাঠের এক শাটার খুলে ব্যবসায়ীরা কেনা- বেচা করছে । প্রশাসনের টহল থাকলেও তা মানছে না ব্যবসায়ী- ক্রেতারা । তারা চুপেসাড়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে ।
সরকারী বিধিনিষেধ অমান্য করায় রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় ৪ জনকে জরিমানা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোহাম্মদ নাহিদ হাসান খান । এরা হলো- উপজেলার পাচিলীয়া গ্রামের রুহুল আমিন(৭৪), আজগার আলী(৭০), সাফুল ইসলাম(৩২) উপজেলার রানীনগর গ্রামের শাহাজামাল(৫৫) ।
এ বিষয়ে উল্লাপাড়া বাজার বনিক সমিতির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস জানান সরকারী বিধিনিষেধ ভঙ্গকারী দোকানদারদের জরিমানা করা উচিত ।

উল্লাপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খাঁন জানান, করোনা মহামারিতে সরকার ঘোষিত লকডাউন উপজেলার সর্বত্র বাস্তবায়নের জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। কেউ স্বাস্থ্যবিধি না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পৌর শহরের টহল দিয়ে সরে গেলে ব্যবসায়ীরা চুপেসাড়ে বেচাকেনা করছে । এ বিষয়ে উল্লাপাড়া বাজার বনিক সমিতির লোকদের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ।