উল্লাপাড়ায় ২৬ মাদকসেবীর কারাদণ্ড
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৬ মাদকসেবীকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
১৮ জুলাই বুধবার এর আগে দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার বোয়ালিয়া, হাটিকুমরুল গোলচত্ত্বর ও ঘুড়কা এলাকায় অভিযান চালিয়ে ওই ২৬ জনকে মাদক সেবনের উপকরণসহ আটক করেন র্যাব সদস্যরা। রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান প্রত্যেকের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার বোয়ালিয়া গ্রামের নিত্য রঞ্জণ দাস (২৮), একই গ্রামের গোবিন্দ চন্দ্র দাস (১৯) ও মিসু দাস (২২), শ্যামলী পশ্চিপাড়ার হায়দার আলী (৩৩), আমডাঙ্গা গ্রামের হাফিজুর রহমান (৩৩), সলঙ্গা থানার তারুটিয়া গ্রামের রুবেল রানা (২৫), একই গ্রামের মনিরুল ইসলাম (১৮), পাগলা মধ্যপাড়া গ্রামের মজিবর রহমান (৩৬), পাগলা উত্তরপাড়া গ্রামের জহুরুল ইসলাম (৫৫), বাকুয়া গ্রামের বাবু লাল (৩২),রঞ্জু মিয়া (২৫) ও সফিকুল ইসলাম (৩৬), একই থানার চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের ইলিয়াস (১৯), হাটিপাড়া গ্রামের জহির শেখ (৫৭), একই গ্রামের হাবীব রানা (৩০), বড়মোহনী গ্রামের হবিবর রহমান (৪২), হাসানপুর গ্রামের আব্দুল হাই (৩৪), হাসানপুর পশ্চিমপাড়ার আবু হানিফ (৩৪), কুমারগাতী গ্রামের সাইদার আলী (৩৫), হাটিকুমরুল গ্রামের শহিদুল ইসলাম (৩৫), আলোকদিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (২৬), রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের মোছা. পারুল (২৭), কামারখন্দ থানার বানিয়াগাতি গ্রামের মাহাবুল হোসেন (৩৬), একই উপজেলার ভদ্রঘাট গ্রামের আব্দুল খালেক (৩৪) ও ভদ্রঘাট কাচারিপাড়া গ্রামের বাশার শেখ (৩৮) ও সদর উপজেলার কদমপাল গ্রামের শাহা আলী (৩৫)।
বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কমান্ডার বলেন, র্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে ওই ২৬ জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের সোপর্দ করলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।