উল্লাপাড়ায় ২৩৬ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ১ জন
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৩৬ বোতল ফেনসিডিল সহ মোঃ আব্দুল ওয়াদুদ(৩৫) নামের এক ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সলংঙ্গা থানা পুলিশ ।
পহেলা ফেব্রুয়ারী রাত ৩ টার দিকে উল্লাপাড়া উপজেলার সলংঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বরে হাজী ইমান আলী মার্কেটের সামনে ঠাকুরগাঁও থেকে ছেরে আসা ঢাকা গামী শুভ বসুন্ধরা পরিবহনে অভিযান চালিয়ে মোঃ আব্দুল ওয়াদুদ নামের এক যাত্রীর কাছ থেকে ২৩৬ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করা হয়েছে । মোঃ আব্দুল ওয়াদুূদ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গেদুড়া কিশমত (মারাধর) গ্রামের মোঃ নজরুল মুন্সির ছেলে ।
এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের জিলানী জানান গোপন সুত্রে খবর পেয়ে হাটিকুমরুল গোলচত্বরে হাজী ইমান আলী মার্কেটের সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকা গামী সব যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয় । এ সময় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকা গামী শুভ বসুন্ধরা পরিবহনে অভিযান চালিয়ে মোঃ আব্দুল ওয়াদুদ নামের এক যাত্রীর কাছ থেকে ২৩৬ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করা হয় । এ সংক্রান্ত সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
০১/০২/২০২২