উল্লাপাড়া

উল্লাপাড়ায় ১২ লাখ টাকা মূল্যের ৩ শত পিছ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৩ শত পিছ চায়না দুয়ারী জাল উপজেলার মোহনপুর বাজার থেকে জব্দ করে উল্লাপাড়া মৎস বিভাগ । জব্দকৃত জাল গুলো বিকেল ৩ টায় উপজেলা চত্ত্বরে নিয়ে এসে জনসাধারণের উপস্থিতিতে ওই জাল গুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয় ।
উল্লাপাড়া উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ বায়োজিদ আলম জানান গোপন সুত্রে খবর পেয়ে সোমবার সকালে পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার মোহনপুর বাজারে জাল ধরার অভিযান পরিচালনা করা হয় । এ সময় ওই বাজারের জাল ব্যবসায়ী মোঃ সামিউল আলম, শ্রী অজয় ও শ্রী মোহাদেবের গুদামে অভিযসন চালিয়ে ওই ৩ গুদাম থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৩ শত পিছ চায়না দুয়ারী জাল জব্দ করা হয় । পরে জব্দকৃত জালগুলো উপজেলা চত্ত্বরে নিয়ে এসে জনসাধারণের উপস্থিতিতে ওই জাল গুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে । তিনি জানান এ অভিযান চলতেই থাকবে ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

২৭/০৬/২০২২