উল্লাপাড়ায় ১১ বছর বয়সী এক কিশোরী গনধর্ষণের স্বীকার – ২ ধর্ষক গ্রেফতার
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাচার বিয়ে খেয়ে বাড়ি ফেরার পথে ১১ বছর বয়সী এক কিশোরী ২ বন্ধু দ্বারা গণধর্ষণের স্বীকার হয়েছেন । ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের ইসলামপুর দক্ষিণ পাড়া গ্রামে । ওই কিশোরী ইসলামপুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ চাঁদ আলীর মেয়ে । কিশোরীর বাবা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ।
মামলা সুত্রে জানা যায় সোমবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে দাদার বাড়ি থেকে চাচার বিয়ে খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে ইসলামপুর দক্ষিণ পাড়া নুর আলমের তাঁত কারখানার কাছে পৌঁছালে ২ তাঁত শ্রমিক মোঃ গোলাম হোসেন ও নূর আলম ওই কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ব বর্তী পরিত্যাক্ত বাড়ির বিল্ডিংয়ে রুমে নিয়ে জোরপূর্বক প্রথমে মোঃ গোলাম হোসেন ও পরে নূর আলম ধর্ষণ করে । মেয়ের চিৎকার শুনে তার ঘটনা স্থলে পৌঁছায়ে মেয়েকে ঘরের মেঝেতে রক্তান্ত অবস্থায় পরে থাকতে দেখতে পায় । এ সময় গোলাম ও নূর আলম ঘটনার স্থল থেকে সুকৌশলে পালিয়ে যায় । মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাডপাতালে ভর্তি করে দেয় । পরে সোমবার সন্ধ্যায় এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের হওয়ার পর থানা পুলিশ ওই ২ ধর্ষককে গ্রেফতার করেছে ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফি
সার ইনচার্জ মোঃ হুমায়ন কবির জানান ধর্ষণের ঘটনা সত্য । মামলা দায়ের পর ওই ২ ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে । ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষা করার জন্য সিরাজগঞ্জ সদর হাডপাতালে প্রেরণ করা হয়েছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৫/০৩/২০২২