উল্লাপাড়া

উল্লাপাড়ায় স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় ১২ ব্যক্তিকে জরিমানা

উল্লাপাড়া প্রতিনিধিঃ

চলমান লকডাউনের ৬ষ্ঠদিন মঙ্গলবার উল্লাপাড়া পৌর বাজারের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে রাস্তায় চলাচল ও দোকান খোলার অপরাধে ১২ জন পথচারী, মোটর সাইকেল আরোহী ও দোকান মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এ সময় তাদের নিকট থেকে ৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন।

মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।