উল্লাপাড়ায় স্কুলে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ, জনমনে অসন্তোষ
মোঃ আব্দুস ছাত্তার, উল্লাপাড়া থেকেঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলে যাওয়ার একমাত্র রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করে শিক্ষার্থীদের স্কুলে যেতে বাধা প্রদান করছে এলাকার প্রভাবশালী এক ব্যক্তি । ফলে স্কুলে শিক্ষার্থী উপস্থিতর হার কমে গেছে । এতে ওই এলাকার জনগণ ও অভিভাবকদের মধ্যে ক্ষপ ও অসন্তোষ বিরাজ করছে ।
জানা যায় উল্লাপাড়া পৌরসভার নেওয়ারগাছা নতুনপাড়ায় পৌরসভার পাকা রাস্তা হতে শ্রফলগাঁতী যাওয়ার রাস্তা সংলগ্নে ১৯৮২ সালে অত্র এলাকার শিক্ষার মান উন্নয়নের লক্ষে নেওয়ারগাছা নতুনপাড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় । স্কুলটি স্থাপিত হওয়ার পূর্ব থেকেই ওই রাস্তা দিয়ে শ্রীফলগাতী, চর শ্রীফলগাতী, নেওয়ারগাছা, মন্ডলপাড়া, নুন্দিগাতী, পাইকপাড়া গ্রামের কোমলমতি শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াত করে থাকেন । স্কুলের পরীক্ষার ফলাফল ও শিক্ষার গুণগত মান ভালো হওয়ায় ২০১৩ সালে এসে ওই স্কুলটি সরকারী করণ করা হয়েছে । ওই স্কুলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২১৬ জন ।
কিছু দিন আগে স্কুল সংলগ্ন বসবাসকারী হাজী রহম আলী তার বসতবাড়ি ঘেঁষা স্কুলে যাওয়ার রাস্তা সংলগ্ন পূর্ব পার্শ্বে পতিত জমি ক্রয় করে । পরে সে বাড়ি থেকে রাস্তা সহ তার ক্রয়কৃত পতিত জমিতে সীমানা প্রাচীর নির্মান করে । রাস্তা বন্ধ করে সিমানা প্রাচীর নির্মাণ করায় ওই স্কুলে অধ্যায়ন রত অত্র এলাকার কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে । রাস্তা বন্ধ হওয়ায় শিক্ষার্থীদের প্রায় আধা কিলোমিটার পথ ঘুরে স্কুলে আসতে হচ্ছে ।
সরকার যখন বাংলার ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাতে প্রাণপোন চেষ্টা করে চলেছেন, তখন এক শ্রেণীর সুবিধা বাদি লোক শিক্ষার আলো নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে । একই অবস্থার সৃষ্টি করছে হাজী রহম আলী । দীর্ঘ দিনের রাস্তা বন্ধ করে দিয়ে অত্র এলাকার হত দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার আলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করছেন৷।
এ বিষয়ে নেওয়ারগাছা গ্রামের মোঃ হোসেন আলীর সাথে কথা বললে তিনি জানান স্কুলটি প্রতিষ্ঠার পূর্ব হতেই বিদ্যালয় সংলগ্ন ওই রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করতো বা এখনো করছে । কিন্তু হাজী রহম আলী কি বুঝে ওই রাস্তা বন্ধ করে দিলো তা আমরা এলাকাবাসী বুঝতে পারছি না৷। এলাকাবাসী হাজী রহম আলীকে অনেক বুঝিয়েছে কিন্তু সে বুঝতে নারাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করছি যাহাতে স্কুকের শিক্ষার্থীদের কষ্ট দ্রুত লাঘব হয় ।
নেওয়ারগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব জানান বিগত ৪০ বছর ধরে বিদ্যালয় সংলগ্ন রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের কোমলমতি শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াত করে । হাজী রহমত আলীর বাড়ি ঘেঁষে রাস্তার উপর দিয়ে সীমানা প্রাচীর নির্মান করায় শিক্ষকসহ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে । তাদের প্রায় আধা কিলোমিটার পথ ঘুরে আসতে হচ্ছে স্কুলে । এতে করে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাচ্ছে । এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে ।
এ বিষয়ে হাজী রহমত আলীর কাছে জানতে চাইলে তিনি জানান তার নীজের ক্রয়কৃত সমপ্তির উপর সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে । স্কিলটি আমার বাড়ি সংলগ্ন হওয়ায় কিছু শিক্ষার্থী বাড়ির উপর দিয়ে যাতায়াত করে । এখান দিয়ে স্কুলে যাওয়ার কোন সরকারী রাস্তা নেই । আমার বাড়ির উপর দিয়ে উল্লাপাড়া পৌরসভা রাস্তা নির্মাণ করতে চাইলে তাতে আমি বাধা দেই । পরবর্তিতে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা জারি করি এবং বাড়ির উপর দিয়ে পায়ে হাটা রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণ করি । বর্তমানে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে গেছে । পুনরায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে ।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান বিষয়টি অবগত আছেন । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২০/০৪/২০২২